ছাত্রসমাজ নির্ধারণ করবে রাষ্ট্রপতির কোথায় থাকা দরকার: সারজিস

New-Project-1-2.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই মন্ত্রীসভা ভেঙে গঠিত হয়েছে অন্তবর্তীকালীন সরকার। শেখ হাসিরা পদত্যাগপত্র জমা দিয়েই দেশ ত্যাগ করেছেন এমনটা নিজেই ঘোষণা করেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

কিন্তু সেই ঘটনার আড়াই মাস পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এক গণমাধ্যমে বলেছেন শেখ হাসিনার কোন দালিলিক প্রমাণপত্র নেই তার কাছে। আর তার এহেন মন্তব্যের প্রতিবাদ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মতো মানুষ যদি বলেন, শেখ হাসিনার পদত্যাগপত্রের ডকুমেন্টস তিনি রাখেননি, তাহলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া দরকার তা ছাত্রসমাজই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর বিএমএ ভবনে রাষ্ট্র সংস্কার নিয়ে ইসলামী আন্দোলন আয়োজিত গোলটেবিল আলোচনায় সারজিস আলম বলেন, জাতীয় পার্টি হলো একটি বিবেকহীন দল। যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। তাদের নিয়ে রাজনৈতিক টেবিলে আলোচনা করার যুক্তি নেই।

দেশ থেকে ফ্যাসিবাদ সিস্টেম এখনও যায়নি উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক বলেন, বিভিন্ন এজেন্সি ও কুচক্রী মহল দেশে এখনও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাদের প্রতিহত করার ঘোষণা দেন তিনি।

Leave a Reply

scroll to top