রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে পুষ্পিতা (২১) নামে এক ইডেন মহিলা কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন পুষ্পিতা।
বিষয়টি নিশ্চিত করে হাজারিবাগ থানার পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা রাত ১টার দিকে ঘটরনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করি। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) পাঠানো হয়েছে।
নিহত পুষ্পিতা ইডেন মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুষ্পিতা জামালপুর সদরের বসাক পাড়া গ্রামের রঞ্জিত বিশ্বাসের মেয়ে।