শিল্পীদের জীবনে প্রত্যাখ্যান জরুরি: শর্বরী বাগ

New-Project-7-9.jpg
নিজস্ব প্রতিবেদক

শর্বরী বাগ বলেন ‘ক্যারিয়ারের শুরুতে আমাকে প্রচুর প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয়েছে। চার-পাঁচ বছর রোজ অডিশন দিতাম আর বাদ পড়তাম। প্রতিনিয়ত প্রত্যাখ্যাত হতে হতে আমি সহপরিচালনায় আসার সিদ্ধান্ত নিই। তবে আমি মনে করি, শিল্পীদের জীবনে প্রত্যাখ্যান জরুরি। অনেক প্রত্যাখ্যানের পর যখন একটা সুযোগ আসে, তখন আমরা এর মূল্য বুঝতে পারি। আর এই প্রক্রিয়া আমাদের আরও মজবুত করে তোলে।’

সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন শর্বরী বাগ। ‘বাজিরাও মাস্তানি’, ‘প্যায়ার কা পঞ্চনামা ২’-এর মতো ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ ২০২১ সালে ‘বান্টি অউর বাবলি ২’ দিয়ে নায়িকা হিসেবে অভিষেক। যশ রাজ ফিল্মসের ছবি দিয়ে শুরু করেও আখেরে খুব একটা লাভ অবশ্য হয়নি। বরং সহকারী পরিচালক হিসেবে কাজ করাটা তাঁর জন্য সুফল বয়ে আনে।

এ প্রসঙ্গে শর্বরী বলেছেন, ‘যখন কিছুতেই একটা সুযোগ পাচ্ছিলাম না, তখন সহকারী পরিচালক হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিই। সহকারী পরিচালক হিসেবে কাজ করতে করতে অভিনয় সম্পর্কে আরও বিশদে জানতে পেরেছিলাম। আমার আরও পরিচিতি বেড়েছিল। সহকারী পরিচালকের কাজ আমাকে অভিনেত্রী হয়ে উঠতে অনেকটা সাহায্য করে।’

গত বছর জন আব্রাহামের সঙ্গে বেধা ছবিতে শর্বরীকে দেখা গিয়েছিল। এ ছবিতে শর্বরীর অভিনয় দারুণ প্রশংসিত হয়। ওটিটিতেও সাড়া ফেলেছিলেন এই তরুণ নায়িকা। নেটফ্লিক্সের ‘মহারাজ’ ছবিতে অতিথিশিল্পী হিসেবে এসেও নিজেকে আলাদা করে চিনিয়েছেন শর্বরী।

Leave a Reply

scroll to top