দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোরবেলা রাজধানী সিউলে ইউনের ব্যক্তিগত বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে সিউলের পাহাড়ি এলকার ওই বাসভবনে বসবাস করছিলেন ইউন। বাড়িটির চারদিক কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা ছিল এবং তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য বাড়ির বাইরে ছিল সশস্ত্র বাহিনীর একটি ছোট দল।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, মঙ্গলবার রাতে ৩০০ পুলিশ এবং দক্ষিণ কোরিয়ার দুর্নীতি দমন সংস্থার তদন্তকারীদের একটি দল ইউনের বাসভবনের বাইরে অবস্থান নেয়। তারপর ভোরে তাকে গ্রেপ্তার করে মূল শহর অভিমুখে রওনা হয়।ইউনকে গ্রেপ্তারের আগে তার নিরাপত্তাকর্মী ও সমর্থকদের বাধার মুখে পড়তে হয় তদন্তকারীদের। কয়েক ঘণ্টা ধরে চলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।
এর আগেও একবার ইউন সুক-ইওলকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তখন সেই চেষ্টা ব্যর্থ হয়। দ্বিতীয়বারের প্রচেষ্টায় তিনি গ্রেপ্তার হলেন। ঐতিহাসিক এ ঘটনার মধ্য দিয়ে দেশটিতে এই প্রথম দায়িত্বে থাকা কোন প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হলো।
সংবাদমাধ্যম ডয়েচে ভ্যালে বলছে, এর আগে শীর্ষ পদে থাকা সাবেক নেতাদের শাস্তি হয়েছে, তারা জেলেও গেছেন। বুধবার ভোরে তিন হাজার পুলিশ কর্মী যখন প্রেসিডেন্টের বাসভবনে যান, তাখন ইওল সিদ্ধান্ত নেন, তিনি তদন্তের কাজে সহযোগিতা করবেন।
তিনি একটি বিবৃতি দিয়ে বলেছেন, ”আমি যখন দেখলাম ওরা আগুন নেভানোর যন্ত্রপাতি দিয়ে নিরাপত্তা বলয় ভেঙে ফেলেছে, তখনই আমি ঠিক করি তদন্তের কাজে সহযোগিতা করব। তবে আমি এখনো মনে করি, এই তদন্ত বেআইনি। অযথা রক্তপাত বন্ধ করতে আমি এই ব্যবস্থা নিয়েছি।”