“এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই” স্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়। এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান।
এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ হাওলাদার, জামায়াত ইসলামীর উপজেলা আমীর মাওলানা কবির হুসাইন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আক্তারুজ্জামান টিটু ও রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান প্রমুখ।