ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করবে ৩০০ শিক্ষার্থী

New-Project-22-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশের কাজ করবেন শিক্ষার্থীরা। যথাযথ সম্মানীর মাধ্যমে ৩০০ শিক্ষার্থী পুলিশের সাথে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. জাহাঙ্গীর আলম।

সোমবার (২১ অক্টোবর) রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির ট্রাফিক পক্ষ-২০২৪ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে এখন থেকে ৩০০ শিক্ষার্থী পুলিশের সাথে কাজ করবে। পরবর্তীতে এই শিক্ষার্থীদের সংখ্যা আরও বাড়ানো হবে। এতে ট্রাফিক ব্যবস্থার উন্নতি হবে বলেও মনে করেন তিনি।

৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সারাদেশের ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় কাজ করেছে হাজার হাজার শিক্ষার্থী। বিনা পারিশ্রমিকে কাজ করা এসব শিক্ষার্থীরা যেমন প্রশংসায় ভেসেছিলেন, পেয়েছিলেন সাধারণ মানুষের সাহায্যও।

Leave a Reply

scroll to top