১০৬ রানে থামলো বাংলাদেশের ইনিংস

New-Project-19-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের হাতে ছিল মাত্র ৪ উইকেট। বিরতির পর সবাই তাকিয়ে ছিল মাহমুদুল হাসান জয়ের দিকে। তার ভরসায় হয়তো কিছুটা ভালো অবস্থানে যাওয়া যাবে সেই আশাও হয়তো করেছিলেন অনেকেই। তবে দুই সেশনও টিকতে পারেনি বাংলাদেশের প্রথম ইনিংস। ৪০ ওভার ব্যাট করে টাইগারদের সংগ্রহ ১০৬ রান। শেষ পর্যন্ত ৪ রানে অপরাজিত ছিলেন হাসান মাহমুদ।

মিরপুরে ঘরের মাঠে টসে জিতে ব্যাটিংয়ে নেমে সুবিধা করে উঠতে পারেনি ব্যাটাররা। দ্বিতীয় ওভারেই উইয়ান মুল্ডারের বলে কোনো রান না করেই আউট হয়ে ফিরেছেন লম্বা সময় পর একাদশে জায়গা পাওয়া সাদমান ইসলাম। অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছেন বাংলাদেশের ওপেনার। দলীয় রান তখন ৬।

এর পর ক্রিজে এসে শুরু থেকেই নড়বড়ে ছিলেন মুমিনুল হক। সব ফরম্যাট মিলিয়ে শততম ম্যাচ খেলতে নামা মুমিনুল চাইলে হয়তো ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারতেন। কিন্তু টেস্ট ক্রিকেট বাংলাদেশের ধৈর্য্যের বড় অভাব। বাঁহাতি এই ব্যাটারকেও ফিরিয়েছেন মুল্ডার। চতুর্থ ওভারের চতুর্থ বলটা মিডল স্টাম্পে ফেলে কিছুটা সুইং করিয়েছিলেন মুল্ডার। সেই বল লেগ সাইডে খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।

দলের এমন বিপর্যয়ে দর্শকদের হতাশ করেছে অধিনায়কের ব্যাটও। সাদমান ও মুমিনুলের পর শান্তকেও ফিরিয়েছেন মুল্ডার। মহারাজের ক্যাচে ফেরার আগে ৭ বলে ৭ রান করেন শান্ত। প্রথম ছয় ওভারেই মাত্র ২১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

এদিকে মাহমুদুল হাসান জয় যেন চেয়ে চেয়ে সঙ্গীদের আসা যাওয়ার চিত্র দেখছেন। শান্ত ফিরে যাওয়ার পর মুশফিকুর রহিমকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন জয়। কিন্তু তা আর হলো কই। ১৪তম ওভারে মুশফিকের স্ট্যাম্প উড়িয়ে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন কাগিসো রাবাদা। আর মুশফিকের বিদায়ে ৪০ রানে বাংলাদেশ হারায় চতুর্থ উইকেট।

স্কোরবোর্ডে দলীর আর এক রান যোগ হতেই ফিরে যান সদ্য আসা উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাসও। টাইগার এই উইকেটরক্ষক ব্যাটারকে ফেরায় রাবাদা। স্টাবসের উড়ন্ত ক্যাচে ফেরার আগে ১৩ বল খেলে ১ রান করেন লিটন।

লিটনের পর জয়কে সঙ্গ দিতে পারেননি মেহেদী হাসান মিরাজও। দলীয় ৬০ রানে মিরাজকে ফিরিয়েছেন কেশব মাহারাজ। ২৪ বলে ব্যক্তিগত ১৩ রান করে সাজঘরে ফিরেছেন মিরাজ।

মধ্যাহ্ন বিরতির পর ২ বলের ব্যবধানে আউট হন ওপেনার মাহমুদুল হাসান ও অভিষিক্ত জাকের আলী। ৯৭ বলে ৩০ রান করা জয়কে ফিরিয়েছেন ডেইন পিট। পরের ওভারের তৃতীয় বলে অভিষিক্ত জাকের আলী অনিককে ফিরিয়েছেন মহারাজ। টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে ১৫ বল খেলে মাত্র ২ রান করে ফিরেছেন জাকের।

দলের অবস্থা যখন বেহাল তখন নাঈম হাসান ও তাইজুল ইসলামের ৪৬ বলে ২৬ রানের জুটিতে একশো পার করে বাংলাদেশ। দলীয় ১০২ রানে নবম উইকেট হারায় বাংলাদেশ। রাবাদার বলে মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ১৬ বলে ৮ রান করেছেন নাঈম হাসান। ৩১ বলে ১৬ রান করা তাইজুলকে ফিরিয়ে কফিনে শেষ পেরেকে ঠুকেন মহারাজ।

সাউখ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা, মুল্ডার ও কেশভ মহারাজ নিয়েছেন ৩টি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন ড্যানি পিয়েট।

Leave a Reply

scroll to top