রাষ্ট্রদূত হলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী

New-Project-17-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হচ্ছেণ সাংবাদিক এম মুশফিকুল ফজল আনসারী। সিনিয়র সচিব পদমর্যাদায় তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিন বছরের জন্য তাকে এ চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে।

 

Leave a Reply

scroll to top