লিটন দাসের ব্যাট হাঁসে না অনেক দিন ধরেই। যার ধারাবাহিকতা অব্যাহত আছে বিপিএলেও। ১ম ম্যাচ বাদে সব গুলোতেই ব্যর্থ স্টাইলিশ ব্যাটার। তবে তাকে যথেষ্ট সুযোগ দেয়ার পরেও আস্থার প্রতিদান দিতে না পারায় চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ানডে দলে রাখা হয়নি লিটন দাসকে।
১২ জানুয়ারি বাংলাদেশের চ্যাম্পিয়ান ট্রফির স্কোয়াড ঘোষণা শেষে লিটনকে দলে না রাখার কারণ ব্যাখ্যা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। লিটন বাদ পড়া প্রসঙ্গে তিনি বলেন, রানের তীব্র খরায় ভুগছে লিটন। আউটের ধরনগুলো একই রকম। ক্রিকেটের প্রত্যেকটা ফরমেটেই বিশেষ করে সাদা বলে পাওয়ার প্লের সময়ে যে সুযোগটা নেওয়ার দরকার, সেখানে আপনি দেখবেন যে ওয়েস্ট ইন্ডিজের যেখানে আমরা তিনশোর কাছাকাছি রান করেছি। স্ট্রাইকরেট দেখেন যে ভালো করতে পারছে না। প্রেশার চলে আসছে তার পার্টনারের ওপর।
সৌম্য ও তামিম ভালো করছে জুটি হিসেবে। তারাই ইনিংসের শুরু করতে যাচ্ছে। প্রথম একাদশেও লিটনের জায়গা নেই। আমাদের মনে হয়েছে লিটনের ক্লাস, মেধা নিয়ে সন্দেহ নেই। তবে ফর্মে সংকট, ঘাটতি দেখা গেলে তাকে সেই সংকট থেকে বের করে আনার জন্য, যদি আরও কাজ করতে পারি, তাহলে আরও শক্তিশালী করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে পারব।
বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রয়েছেন- অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তানজিদ হাসান, তহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হাসান ইমন, নাসিম আহমেদ, তানজিম হাসান শাকিব, নাহিদ রানা।