শৈলকুপায় আ’লীগের দুই পক্ষে সংঘর্ষে নারীসহ আহত ২০ জন

New-Project-2025-01-11T032630.480.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

হত্যা ও ধর্ষণ মামলা ঘিরে ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ৮ নম্বর ধলহরাচন্দ্র ইউনিয়নের কাশীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত বছর ২৪ জুলাই কাশিনাথপুর গ্রামের স্থানীয় আওয়ামী নেতা সাইফুল ইসলামের ছেলে কলেজছাত্র রানা আহমেদকে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের সমর্থকরা কুপিয়ে হত্যা করে। ওই মামলার আসামিরা জামিনে বাড়িতে এসে মামলা তুলে নেওয়ার জন্য বাদী সাইফুল ইসলামকে বিভিন্নভাবে হুমকি দেয়। পরে শনিবার সকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

আওয়ামী লীগ কর্মী সাইফুল ইসলামের অভিযোগ, তিনি ও তাঁর সমর্থকরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের প্রতিপক্ষ। গত জুলাইয়ে কলেজ থেকে ফেরার পথে তার একমাত্র ছেলে রানাকে কুপিয়ে হত্যা করে কাশীনাথপুর গ্রামের মতিয়ার সমর্থকরা। এ ঘটনায় তিনি ৩৫ জনকে আসামি করে মামলা করেন। বেশির ভাগ আসামি বর্তমানে জামিনে মুক্ত। তারা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। শনিবার সকালে তিনি গ্রামেই ভগ্নিপতির বাড়ি থেকে ফেরার পথে হত্যা মামলার আসামি বাবলু খান, সেলিম খান, মনিরুল ইসলাম, সুজাত খান, নিজাম খানসহ আরও অনেকে তাঁর ওপর হামলা করে। তখন এ নিয়ে সংঘর্ষ বাধে।

মামলা তুলে নিতে হুমকি ও হামলার কথা অস্বীকার করে বাবলু খান দাবি করেন, তাঁর প্রতিপক্ষ সাইফুল ইসলামের সমর্থক মতিন খানের ছেলে সাব্বির খানসহ দুই যুবকের নামে একটি ধর্ষণ মামলা হয় শৈলকুপা থানায়। এ মামলা তুলে নিতে সাইফুল ইসলামের সমর্থকরা ধর্ষণ মামলার বাদী আওয়ামী লীগ কর্মী লিটন খানের পরিবারের ওপর হামলা চালায়। এ সময় সংঘর্ষ হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, কাশিনাথপুর গ্রামে সকালে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ওই এলাকায় সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে।

Leave a Reply

scroll to top