ইভটিজিং ও ধর্ষণ চেষ্টার অভিযোগে পিরোজপুরের কাউখালীতে রবি হাসান সিকদার (২৪) নামে এক বখাটে যুবককে আটক করেছে কাউখালী থানা পুলিশ। বৃহস্পতিবার(০৯ জানুয়ারি) দুপুরে উপজেলার পূর্ব আমরা জুড়ি ইউনিয়নের কাউখালী স্বরুপকাঠি সড়কের কেউন্দিয়া রাস্তা সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
অভিযুক্ত রবি হাসান শিকদার ( ২৪) কাউখালীর ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা গ্রামের আশ্রয় কেন্দ্রে বসবাসরত মো: মাহবুব শিকদারের ছেলে। রবি পেশায় একজন ইজি বাইক চালক।
ঘটনার বিবরণ ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নির্যাতিত মেয়ে প্রতিভা হালদার (১২) ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। প্রতিভার বাবা পংকজ হালদার ০২ মাস পূর্বে মারা যায়। তার রেখে যাওয়া চায়ের দোকানটি চালিয়ে প্রতিভার মা সীমা রানী সংসার চালান। ঘটনার সময় প্রতিভাকে দোকানে রেখে মা সীমা রানী আইডি কার্ড নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আসছিল। সেই সুযোগে রবি প্রতিভাকে দোকানে একলা পেয়ে প্রথমে কুপ্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হওয়ায় রবি প্রতিবাদে জড়িয়ে ধরে স্পর্শকাতর স্থানে হাত দেয়, ও জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।মেয়েটির আত্মচিৎকারে লোকজন এগিয়ে আসলে রবি পালিয়ে যায়।
এলাকাবাসী প্রতিভার মাকে জানালে সে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। প্রতিভা তার মাকে জানায়, রবি দীর্ঘদিন ধরে তাকে কু প্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু লজ্জায় তার মাকে সে কিছু বলতে পারেনি। এলাকাবাসী সহযোগিতায় সীমা রানী কাউখালী থানায় রবির বিরুদ্ধে ইভটিজিং ও ধর্ষণ চেষ্টায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে কাউখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান হোসেন বলেন, বাদী কর্তৃক অভিযোগ পেয়ে দ্রুত সময়ের মধ্যেই এএসআই রাশেদুল ইসলাম আসামি মো: রবি হাসানকে গ্রেফতার করতে সক্ষম হন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন সংশোধিত ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।