ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পর এইচএসসির ফলাফলে বৈষম্যের অভিযোগ এনে বিক্ষোভ করেছেন যশোর, কুমিল্লা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বোর্ডের অকৃতকার্য শিক্ষার্থীরা। পাস করিয়ে দেওয়ার এক দফা দাবিতে আন্দোলন করছেন তারা।
রবিবার (২০ অক্টোবর) সকাল ১১টা থেকে ‘বৈষম্যহীন রেজাল্টের’ দাবিতে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও যশোরে গণমিছিল ও শিক্ষাবোর্ড ঘেরাও করেছেন সদ্যঘোষিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অকৃতকার্য শিক্ষার্থী, অভিভাবকসহ সাধারণ শিক্ষার্থীরা।
এসময় ফলাফল পরিবর্তন করে পাস ঘোষণার দাবিতে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফেল করা শতাধিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
এর আগে রবিবার দুপুরে শিক্ষার্থীদের সাথে ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ছয়জন শিক্ষার্থী।