পিরোজপুরের কাউখালী উপজেলার ০১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের কালিগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজারের মালিককে ভ্রাম্যমান আদালত কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়।
জানা যায়, বুধবার (০৮ জানুয়ারি) বিকেলে উপজেলার কালিগঙ্গা নদীতে সয়না অংশে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লার নেতৃত্বে ও সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ এর উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইজারা বহির্ভূত এলাকায় ০১টি বলগেট জাহাজ ও ০৩টি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন অবস্থায় দেখতে পান। উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশনা মোতাবেক বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ তাৎক্ষণিকভাবে অপরাধ আমলে নিয়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ ধারা মোতাবেক মালিক মো: আরিফুল ইসলাম শিপন কে দোষী সাব্যস্ত করে ০১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ভবিষ্যতে ইজারা বহির্ভূত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করবে না মর্মে মুচলেকা প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনায় উপজেলা প্রশাসনের পাশাপাশি উপস্থিত ছিলেন সার্টিফিকেট পেশকার মো: জাহিদুল ইসলাম, এএসআই শেখ শাহ আলম, নৌ পুলিশ কর্মকর্তা ও ফোর্স সহ আনসার বাহিনী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা জানান, অবৈধভাবে বালু, মাটি কাটা ও ইটভাটা পরিচালনার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান এবং অপরাধের ধার অনুযায়ী আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।