নোয়াখালীর সুবর্ণচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সুবর্ণচর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির বর্তমান যুব বিষয়ক সম্পাদক ইব্রাহীম খলীল এর উদ্যোগে জুম্মার নামাজ শেষে সর্বস্তরের মুসল্লীদের অংশগ্রহণে উপজেলা মডেল মসজিদে উক্ত বিশেষ মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় লন্ডনে চিকিৎসারত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির পাশাপাশি নোয়াখালী ৪ (সদর সুবর্ণচর) এর বারবার নির্বাচিত এমপি,কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান এর সুস্থতার জন্য দোয়া করা হয়। উল্লেখ্য অসুস্থ মোহাম্মদ শাজাহান সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুবর্ণচর মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মাকছুদ আলম মাছুম। নামাজ শেষে বিশেষ এই মোনাজাতে অংশগ্রহণ করেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন মিয়া, কবি ও সাংবাদিক হানিফ মাহমুদ, সাংবাদিক আব্দুল বারী বাবলু, ক্রিড়া ব্যক্তিত্ব আবু তাহের মুন্সিসহ আরো অনেকে। বিশেষ দোয়ায় বেগম খালেদা জিয়া ও মোহাম্মদ শাজাহান এর পরিপূর্ণ সুস্থতা কামনার পাশাপাশি দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করা হয়।