সম্প্রতি প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বৈষম্যমূলক হয়েছে এবং প্রকাশিত ফলাফল বাতিল করে পুনরায় ফল তৈরি ও প্রকাশের দাবি জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের অকৃতকার্য শিক্ষার্থীদের একাংশ এবং তাদের অভিভাবকরা। সকালে ১১টা থেকে রাজধানীর বকশিবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন কয়েকশ শিক্ষার্থী অবস্থান নেন।
শিক্ষার্থীদের আটকাতে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। এক পর্যায়ে প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিক্ষার্থীরা বিশৃঙ্খলা শুরু সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে হাতাহাতি ঘটে তাদের। এ সময় গুরুতর আহত হন ছয়জন শিক্ষার্থী।
রবিবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, প্রকাশিত ফলাফল বৈষম্যমূলক। তারা সবগুলো বিষয়ের ওপর সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল চান। এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই সেই সাবজেক্ট ম্যাপিং করার দাবি তাদের।