বিগত কয়েকদিন ধরেই ক্রিকেটাঙ্গনের পাশপাশি সাধারণদের মধ্যে আলোচনায় সাবেক অধিনায়ক সাকিব আল হাসনের দেশে ফেরা নিয়ে। এ নিয়ে গত কয়েকদিন ধরেই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও স্টেডিয়ামের বাইরে হচ্ছে বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের দাবি দেশের মাটিতে খেলতে দেওয়া হবে না সাকিবকে। অপরদিকে বিশ্বসেরা অলরাউন্ডারকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে আন্দোলনে নেমে সাকিব ভক্তরাও।
রবিবার (২০ অক্টোবর) দুপুর দুইটা নাগাদ মিরপুরে স্টেডিয়ামের সামনে লং মার্চ নিয়ে আসেন ভক্তরা। সেখানে সাকিবকে দেশের মাটিতে অবসরের সুযোগ করে দিতে এক দফা দাবি জানান তারা। না মানলে বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ দাবি করেন তারা। তবে তাদের এই লংমার্চ বাধা পায় আগে থেকেই অবস্থান নেয়া সেনাবাহিনীর সামনে। এরপরেই সেখানে সাকিব ভক্তদের সঙ্গে এর বিরোধীপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সাকিব ভক্তদের ধাওয়া দেন ও মারধর করেন স্থানীয় কিছু লোক। পরে পুলিশও তাদের ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যান তারা।
সাকিব ভক্তরা ছত্রভঙ্গ হওয়ার পর মিছিল শুরু করেন তার বিরোধীরা। এ সময় সাকিবের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।