সাভারে অ্যাম্বুলেন্সে পেছনে বাসের ধাক্কায় বিস্ফোরণ, আগুনে পুড়ে নিহত ৪

New-Project-2025-01-09T002549.697.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

সাভারে বৃহস্পতিবার ভোর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে ৪ ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোররাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে সাভারের রাজফুলবাড়িয়ায় রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের সঙ্গে পেছনের দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক নারী ও এক শিশুসহ দু’জন পুরুষ রয়েছে। ভস্মীভূত হয়ে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

এ ঘটনায় বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভার হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাত ২টার দিকে সাভারের রাজফুলবাড়ীয়ায় রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লাগে। এ সময় পেছন দিক থেকে আসা ঝুমুর পরিবহনের যাত্রীবাহী একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিলে সিলিন্ডার বিস্ফোরণে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। এ সময় পেছন দিক থেকে আসা শ্যামলী পরিবহনের অপর একটি বাস ঝুমুর পরিবহনের বাসটিকে ধাক্কা দিলে সেটিতেও আগুন লেগে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা ২ পুরুষ, ১ নারী এবং ১ শিশু যাত্রী দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহাসড়ক থেকে ভস্মীভূত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেরুল ইসলাম বাসস’কে জানান, অ্যাম্বুলেন্সটিকে পেছন দিক থেকে ঝুমুর পরিবহনের যাত্রীবাহী বাসে ধাক্কা দিলে দুটি যানবাহনেই আগুন ধরে যায়। এ সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের আরও একটি যাত্রীবাহী বাস ঝুমুর পরিবহনের বাসটিকে ধাক্কা দিলে সেটিতেও আগুন লাগে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের যাত্রী সিটে থাকা ১ শিশু, ১ নারী এবং ২জন পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়। বাসে থাকা বেশ কয়েকজন আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সওগাতুল আলম জানান, নিহত ৪ জনের পরিচয় শনাক্তকরণ ও ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

scroll to top