সৌম্য সরকার ২০২৪ সালের ১৮ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্লিপে ক্যাচ নিতে গিয়ে ডান হাতের তর্জনী আঙুলে চোট পান। বল সরাসরি তার আঙুলে আঘাত করে, যার ফলে আঙুল ফেটে যায় এবং আঙ্গুল ভেঙ্গে যা।যার ফলে পাঁচটি সেলাই দিতে হয় তার আঙ্গুলে। সেই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজীদুল ইসলাম জানান, এই আঘাতের কারণে সৌম্যকে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
এই ইনজুরির কারণে সৌম্য সরকার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম অংশে রংপুর রাইডার্সের হয়ে খেলতে পারেননি। তবে এখন শঙ্কা জেগেছে সৌম্যের পুরো বিপিএল খেলা নিয়েই। গতকাল ৩ সপ্তাহ পর আঙ্গুলের সেলাই কাটা হয় সৌম্য সরকারের। তবে শঙ্কার বিষয় হচ্ছে যে হাড় ভেঙ্গে গিয়েছে তা এখনো পুরোপুরি সেরে ওঠেনি। যায় জন্য আরো ৩ সপ্তাহের মতো সময় লাগতে পারে। যার ফলে পুরো বিপিএল মিস করার আশঙ্কা করা হচ্ছে।
তবে সামনে চ্যাম্পিয়ান্স ট্রফি থাকায় বিসিবি সৌম্য কে নিয়ে কোন ঝুঁকি নিতে চাচ্ছেন না।
এর আগে সৌম্য সরকার জিতে ছিলেন টানা দুই ট্রফি। বরিশালের হয়ে গত বিপিএল ও বিপিএল শুরুর আগে ক্যারিবিয়ান দ্বীপে গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে জেতেন ট্রফি। এবার খেলতে পারলে হয়তো হ্যাট্রিক ট্রফি জিততে পারতেন সৌম্য সরকার।