চীনের তিব্বত অঞ্চলে গত ৭ জানুয়ারি ভয়াবহ ভূমিকম্পে ১২৬ জন নিহত ও ১৮৮ জন আহত এবং এক হাজারের অধিক বাড়িঘর বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বুধবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক জানানো হয়।
ডা. শফিকুর রহমান বলেন, “চীনের তিব্বত অঞ্চলে গত ৭ জানুয়ারি ভূমিকম্পে ১২৬ জন নিহত ও ১৮৮ জন আহত এবং এক হাজারের অধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমি আমার নিজের ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। এ দুঃখজনক ঘটনায় চীনের তিব্বতের জনগণের মত বাংলাদেশের জনগণও গভীরভাবে শোকাহত। আমি আশা করি চীন সরকার ও তিব্বতের জনগণ জানমালের এ বিরাট ক্ষয়ক্ষতি শীঘ্রই কাটিয়ে উঠতে সক্ষম হবেন।”
তিনি বলেন, “এ ভূমিকম্পে যারা নিহত হয়েছে তাদের সকলের পরিবার-পরিজন ও চীন সরকারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং যারা আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সকলের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”