জাবির ৯ শিক্ষক বরখাস্ত, ২৫৯ ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার

New-Project-39-3.jpg

জাবির ৯ শিক্ষক বরখাস্ত, ২৫৯ ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার

ঢাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গত বছরের জুলাই মাসে শিক্ষার্থীদের ওপর চালানো হামলার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে ২৫৯ জন ছাত্রলীগ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার এবং ৯ জন শিক্ষককে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১৪ ও ১৫ জুলাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং উপাচার্যের বাসভবনে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হামলার সময় ছররা গুলি ব্যবহারের বিষয়টিও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে ৯ জন শিক্ষক, ২ জন কর্মকর্তা এবং ১ জন কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, আরও ১০ জন শিক্ষকের বিরুদ্ধে নিয়ম অনুসারে আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের ভূমিকা খতিয়ে দেখা হবে।

এছাড়া ১৭ জুলাই ২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় উপস্থিত সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। তখনকার সংকটময় পরিস্থিতিতে আবাসিক হল খালি করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের দায়িত্ব নিরূপণ করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রধান করে পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, বহিষ্কৃত ২৫৯ জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ ২০২৫ সালের ১৭ মার্চ থেকে কার্যকর হিসেবে গণ্য হবে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী, পরবর্তী সময়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও প্রশাসন সূত্রে জানা গেছে।

Leave a Reply

scroll to top