এপ্রিলে সড়কে ৫৯৩ দুর্ঘটনায় নিহত ৫৮৮: সেভ দ্য রোড-এর প্রতিবেদন

New-Project-11-3.jpg

সড়কে ৫৯৩ দুর্ঘটনায় নিহত ৫৮৮:

২৪ ঘণ্টা বাংলাদেশ

২০২৫ সালের এপ্রিল মাসে দেশে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র উঠে এসেছে বেসরকারি সংগঠন ‘সেভ দ্য রোড’-এর এক পরিসংখ্যানে। তাদের তথ্য অনুযায়ী, মাত্র এক মাসে সারাদেশে সড়কে ঘটেছে ৫৯৩টি দুর্ঘটনা, যাতে নিহত হয়েছেন ৫৮৮ জন এবং আহত হয়েছেন অন্তত ১১২৪ জন। নিহতদের মধ্যে ৮৬ জন নারী এবং ৭৮ জন শিশু রয়েছে।

সংগঠনটি জানায়, বিগত কয়েক মাসের তুলনায় এপ্রিলে দুর্ঘটনার সংখ্যা এবং প্রাণহানির হার বেড়েছে। বিশেষ করে ঈদযাত্রা ও ছুটি ঘিরে সড়কে যানবাহনের চাপ বৃদ্ধির পাশাপাশি নৈরাজ্যকর অবস্থা, দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং চালকদের অসচেতনতা এই দুর্ঘটনার মূল কারণ বলে উল্লেখ করেছে তারা।

রেল ও নৌপথেও প্রাণহানি

সেভ দ্য রোড-এর হিসাব অনুসারে, শুধু সড়ক নয়, একই সময়ে রেলপথে ৩৬টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৯ জন এবং নৌপথে ১২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৩ জন। সবমিলিয়ে এপ্রিল মাসে দেশের পরিবহন খাতে প্রাণ হারিয়েছেন ৬৬০ জন এবং আহত হয়েছেন ৭৯৮ জন।

সড়কে মৃত্যু ও ঈদযাত্রা

বিশ্লেষণে দেখা গেছে, এপ্রিল মাসে ঈদুল ফিতরের আগে-পরে দেশের সড়কগুলোতে যাত্রী ও পণ্য পরিবহনের চাপ ছিল ব্যাপক। সেই সময় অতিরিক্ত বাস চালানো, চালকদের ক্লান্তি, ওভারটেকিং এবং ট্রাফিক ব্যবস্থার দুর্বলতা দুর্ঘটনা বাড়াতে ভূমিকা রেখেছে।

সেভ দ্য রোড-এর সুপারিশ

সেভ দ্য রোড দুর্ঘটনা প্রতিরোধে বেশ কয়েকটি সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে—চালকদের প্রশিক্ষণ নিশ্চিত করা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা, সড়কে মোবাইল কোর্ট কার্যক্রম জোরদার, ওভারলোডিং এবং ওভারস্পিডিং প্রতিরোধে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করা এবং যাত্রী সচেতনতা বৃদ্ধি।

সংগঠনটির চেয়ারম্যান জিএম মাসুম বলেন, “প্রতিদিন মানুষ প্রাণ হারাচ্ছে অথচ কেউ দায় নিচ্ছে না। আমরা চাই সড়ক যেন আর মৃত্যু ফাঁদ না হয়, বরং নিরাপদ যাতায়াতের মাধ্যম হয়ে ওঠে।”

সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন, আইন প্রণয়ন ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের পরও সড়ক দুর্ঘটনা কমছে না। বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু আইন করলেই হবে না, তার বাস্তবায়ন ও জনসচেতনতা নিশ্চিত করতেই হবে। জননিরাপত্তার স্বার্থে সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সড়ক যেন আর মৃত্যুর মঞ্চ না হয়—এই প্রত্যাশাই এখন সারাদেশের মানুষের।

Leave a Reply

scroll to top