কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের প্রথম ধাপের ভর্তি শেষে মোট ৩৯১টি আসন এখনো শূন্য রয়েছে। তিনটি ইউনিটে সর্বমোট ভর্তি হয়েছেন ৬৩৯ জন শিক্ষার্থী।
শনিবার (১৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়
‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) মোট ৩৫০টি আসনের মধ্যে ভর্তি হয়েছেন ১৯৯ জন। ফলে এই ইউনিটে ১৫১টি আসন শূন্য রয়েছে। বিভাগভিত্তিক ফাঁকা আসন হলো—ফার্মেসি ২৯, রসায়ন ২১, গণিত ১১, পদার্থবিজ্ঞান ২০, পরিসংখ্যান ২০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) ২৪ এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (ICT) বিভাগে ২৬টি।
‘বি’ ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ৪৪০টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ২৯৭ জন, ফলে ১৪৩টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে আইন বিভাগে ১৩, ইংরেজিতে ২০, অর্থনীতিতে ১৫, লোকপ্রশাসনে ২১, বাংলা বিভাগে ২৪, গণযোগাযোগ ও সাংবাদিকতায় ১৩, নৃবিজ্ঞান বিভাগে ২৩ এবং প্রত্নতত্ত্বে ১৪টি আসন খালি রয়েছে।
‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) মোট ২৪০টি আসনের মধ্যে ভর্তি হয়েছে ১৪৩ জন শিক্ষার্থী। ফলে ৯৭টি আসন এখনো খালি। ব্যবস্থাপনা বিভাগে ১৬, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে ২৬, মার্কেটিং বিভাগে ৩০ এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ২৫টি আসন ফাঁকা রয়েছে।
এ প্রসঙ্গে রেজিস্ট্রার অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, “তিনটি ইউনিটে যথাক্রমে ১৯৯, ২৯৭ ও ১৪৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। দ্বিতীয় মেধা তালিকা কয়েকদিনের মধ্যেই প্রকাশ করা হবে।”