উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

New-Project-2024-10-29T033846.166.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

অবশেষে দুর্নীতির মামলায় দণ্ড থেকে মুক্ত হওয়ার প্রায় আড়াই মাস পর উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ইতোমধ্যেই খালেদা জিয়ার চিকিৎসকদের পক্ষ থেকে লন্ডনে কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। বিষয়টি জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কেও।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, লং ডিসেটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে করে প্রথমে লন্ডন যাওয়া হবে খালেদা জিয়াকে। এরপর সেখানে থেকে তাকে তৃতীয় একটি দেশে মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিক্যাল সেন্টারে নেওয়া হবে। সেখানেই পরবর্তী প্রয়োজনীয় চিকিৎসা নেবেন তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যাওয়া হবে। এরপর সেখানে থেকে তাকে তৃতীয় একটি দেশে মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে।’

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্বাহী আদেশে ৬ আগস্ট মুক্তি পান খালেদা জিয়া। আওয়ামী সরকারের আমলে দুর্নীতির দুই মামলায় কারাবন্দী ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। শারীরিক অসুস্থতার কারণে ২০২০ সালের ২৫ মার্চ আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয়। পরবর্তীতে ছয় মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার।

এরই মাঝে অসুস্থ খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েকবার। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ার পরও বিদেশে চিকিৎসা নেওয়ার অনুমতি দেওয়া হয়নি তাকে। পরে দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার দেশেই করা হয়। ৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা দিয়েছেন চিকিৎসকরা।

Leave a Reply

scroll to top