গুজরাটের বিপক্ষে হারের পর প্লে-অফের স্বপ্ন বাঁচাতে পারবে হায়দরাবাদ?

New-Project-41.jpg

সানরাইজার্স হায়দরাবাদ

২৪ ঘণ্টা বাংলাদেশ

গুজরাট টাইটান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজয়ের পর প্লে-অফে জায়গা করে নেওয়ার লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। তবে তাদের সামনে এখনো সুযোগ রয়েছে। বাকি ম্যাচগুলোতে জয়ের মাধ্যমে এবং পয়েন্ট টেবিলের হিসেবনিকেশে নিজেদের অবস্থান ধরে রাখলে তারা এখনো শেষ চারে জায়গা করে নিতে পারে।

যেভাবে প্লে-অফে কোয়ালিফাই করতে পারবে হায়দরাবাদ

বর্তমানে ১১ ম্যাচে ১২ পয়েন্ট আছে সানরাইজার্স হায়দরাবাদের। তাদের হাতে বাকি আছে ৩টি ম্যাচ। প্রতিটি ম্যাচই এখন ‘ডু অর ডাই’। এই তিন ম্যাচে জয় পেলে হায়দরাবাদের পয়েন্ট হবে ১৮, যা নিশ্চিতভাবেই তাদের প্লে-অফে নিয়ে যাবে। তবে দুটি ম্যাচ জিতলে পয়েন্ট দাঁড়াবে ১৬— সেখানে তারা নির্ভর করবে অন্য দলগুলোর ফলাফলের ওপর।

এই অবস্থায় হায়দরাবাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নেট রান রেট। কারণ, চলতি আইপিএলে পয়েন্ট টেবিলের মাঝামাঝি জায়গায় থাকা একাধিক দলের পয়েন্ট কাছাকাছি। প্লে-অফে সমান পয়েন্ট নিয়ে একাধিক দল থাকলে প্লে-অফের চূড়ান্ত চার দল নির্ধারিত হবে নেট রান রেটের ভিত্তিতে। সেক্ষেত্রে বড় ব্যবধানে জয় দরকার হায়দরাবাদের।

হায়দরাবাদকে তাকিয়ে থাকতে হবে প্রতিদ্বন্দ্বী দলগুলোর দিকেও। চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালসের মতো দল যদি তাদের বাকি ম্যাচে হারে, তাহলে হায়দরাবাদের সুযোগ বাড়বে। বিশেষ করে যদি এসব দল ১৪ পয়েন্টেই আটকে যায়, আর হায়দরাবাদ ১৬ পয়েন্ট অর্জন করে, তাহলে তারা নেট রান রেটের জোরে চতুর্থ স্থান দখল করতে পারবে। তবে বিপাকে আছে লখনউ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সও। প্লে-অফ নিশ্চিত করতে হলে বাকি চার ম্যাচে সবকটিতে জয় প্রয়োজন দুই দলের।

এখন হায়দরাবাদ শিবিরে একটাই বার্তা— কোনো ভুল নয়, শুধু জয় চাই। মাঠে নিজেদের সেরা ক্রিকেট উপহার দিয়ে জয় তুলে আনতে পারলে এখনও প্লে-অফের স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। সামনে যারা প্রতিপক্ষ, তাদের বিরুদ্ধে কৌশলগত ক্রিকেট খেলতে পারলে হায়দরাবাদ তাদের সমর্থকদের হতাশ না-ও করতে পারে।

আইপিএল ২০২৫-এর লিগ পর্বের শেষ দিকে এসে পয়েন্ট টেবিলে উত্তেজনা চরমে। মুম্বাই ইন্ডিয়ানস, গুজরাট টাইটানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু—তিন দলই ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। তবে নেট রান রেটের ভিত্তিতে শীর্ষে রয়েছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানস। বাকি তিন ম্যাচে অন্তত দুটি জয় পেলে প্লে-অফ নিশ্চিত তাদের।

Leave a Reply

scroll to top