জুটপার নতুন কমিটি ঘোষণা

New-Project-76.jpg

জুটপার নতুন কমিটি ঘোষণা

২৪ ঘণ্টা বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টিউশন প্রোভাইডিং এসোসিয়েশনের (জুটপা) ২০২৪-২৫ বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ৫ জনকে উপদেষ্টা করে এবারে ইতিহাস বিভাগের ৪৮ তম আবর্তনের শিক্ষার্থী মেহেদী হাসান নাদু কে সভাপতি এবং প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫১ তম আবর্তনের শিক্ষার্থী সুলতান মুল্ক শুভ কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) পবিত্র রমজানের ইফতার আয়োজন শেষে সন্ধ্যা সাড়ে ৬ টায় ৩৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা এ এইচ তরুণ, সাবেক সভাপতি মো. মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক সাগর সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ সভাপতি হিসেবে রয়েছেন, হেলাল, মণিকা, সুরুজ ও মিথু রানী। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আল ইমরান রিফাত। সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মাহবুবা, সায়েম, আশিকুর ও শাকিল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন, আব্দুল হালিম ও আসিফ। অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে মোশারফ এবং সহ অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন সাব্বির ও জান্নাতী।

কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন ফাতিমা তালুকদার ও মাহফুজ আলম সোহাগ, তথ্য বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন, তামিমা, তানভীর ও নাঈমা। দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন, জেরিন ও মাহফুজুর রহমান।

কমিটিতে সদস্য হিসেবে স্থান করে নিয়েছেন

  • শাহেলী
  • সোহানুর
  • মাহী
  • সাদীয়া
  • শাকিল
  • আহসান
  • হাসিবুর
  • রিফা
  • মেহেদী
  • কাকন

এবারের উপদেষ্টা মন্ডলী হিসেবে রয়েছেন, মাহবুব রহমান, এ এইচ তরুন, সাইফুল ইসলাম খোকন, মোস্তাফুজুর রহমান ও সাগর।

সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান বলেন, জুটপা একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে বিনামূল্যে আর্থিক সমস্যায় পড়া শিক্ষার্থীদের টিউশনি পেতে সাহায্য করে। আমি ব্যক্তিগত ভাবে এবং জুটপার সভাপতি হিসেবে সর্বোচ্চ সহযোগিতা করে যাবো।

সংগঠনটি সম্পর্কে সাধারণ সম্পাদক সুলতান বলেন, ক্যাম্পাসে আগত নতুন শিক্ষার্থীদের জন্য প্রাথমিকভাবে চ্যালেঞ্জ হয় একটি টিউশন এর খোঁজ পাওয়া। জুটপা কোনো প্রকার মিডিয়া ফি ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার্থীদের টিউশন খুজে পেতে সাহায্য করে।

সংগঠনটির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটা বড় অংশই আসে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে। অনেকে আর্থিক সংকটের কারণে ক্যাম্পাসে তাদের টিকে থাকা ও পড়াশোনা যেন এক সংগ্রামে রুপ নেয়।

তাদের জীবন সংগ্রামে টিকে থাকার লড়াইয়ে সহায়ক ভূমিকা পালনের চিন্তাধারা থেকেই উৎপত্তি এই জুটপার।

উল্লেখ্য, জুটপা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সেচ্ছাসেবী সংগঠন। এর যাত্রা শুরু হয় ২০১৩ সালে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪২ তম ব্যাচের শিক্ষার্থী মাহবুব আমীনের হাত ধরে। এখন পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে টিউশন প্রদান করেছে এই সংগঠনটি।

Leave a Reply

scroll to top