তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করবেন

New-Project-2025-02-25T214103.296.jpg

বরকত উল্লাহ বুলু

২৪ ঘণ্টা বাংলাদেশ

গত জুলাই আগস্টের পর থেকে একদিকে যেমন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে পদে পদে ধিক্কার দেওয়া হচ্ছে তেমনি গলিতে গলিতে জোড়ালো হচ্ছে বিএনপির জয়গান। তবে বরাবরই মুখ ফসকে ভুল কিছু বলে ফেলতে অনেকটাই অভ্যস্ত বিএনপি নেতারা। এবার সেরকমই এক কাণ্ড করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

মঙ্গলবার কুমিল্লায় বিএনপির কুমিল্লা মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে বুলু বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামটি উচ্চারণ করতে হলে অজু করে নাম উচ্চারণ করতে হবে।

বরকত উল্লাহ বুলুর ভাষ্য, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে অজু করে করবেন। তারেক রহমান বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে তারা অর্বাচীন কথা বলছে। তারা বলছেন তারেক রহমানের বাপ যদি নেতা হয়, তাহলে ছেলেরাও হবে নাকি? আমি সুস্পষ্টভাবে বলতে চাই সেই অর্বাচীন নাবালক বাচ্চাদের ব্যাপারে। তারা অত্যন্ত ঘৃণিতভাবে (এই নামটি উচ্চারণ করছে)। তারেক রহমানের নামটি উচ্চারণ করতে হলে অজু করে উচ্চারণ করবেন। কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের চেয়ারপারসনের উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। আপনাদের মত নাবালক, উপদেষ্টা নাবালক, আপনারা এভাবে কথা বলবেন না। দেশকে বিভ্রান্ত করবেন না।

বরকত উল্লাহ বুলু বলেন, তারেক রহমানই জুলাই আন্দোলনের একমাত্র দাবিদার। আন্দোলনের সময় তিনি আমাদের মাধ্যমে কীভাবে অর্থ সরবরাহ করেছেন, তা আমরা জানি। আমি শেখ হাসিনাকে একটি কারণে ধন্যবাদ দিতে চাই। কারণ, গত ১৫ বছর আওয়ামী লীগের অত্যাচারে বিএনপি এখন উপমহাদেশের বৃহত্তর রাজনৈতিক দলে রূপ নিয়েছে। আমাদের দলটি এখন সোনার কাঠিতে রূপান্তরিত হয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘তারেক রহমান ৩১ দফা দিয়েছেন আড়াই বছর আগে। যদি কোনো সংস্কারের প্রয়োজন হয়, আপনাদের যদি কোনো উপদেশ থাকে তাহলে সংযোজন করবেন। তিনি বলেছেন বিএনপি যদি ২৮০ সিটও পায় বিএনপি এককভাবে সরকার গঠন করবে না। যারা আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব।’

তবে দেশের প্রধান রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে থাকা রাজনৈতিক ব্যক্তিত্বের এমন মন্তব্যের সমালোচনা করেছেন অনেকেই। যদিও এখন পর্যন্ত এই মন্তব্যের বিষয়ে খোলসা করে কিছু বলেন নি বুলু। তবে পূর্বের নেতাকর্মীদের ন্যায় এই বক্তব্যেকেও শাক দিয়ে মাছ ঢাকার মতো ঢেকে ফেলা হবে, এমনটা আশা করা যেতেই পারে।

Leave a Reply

scroll to top