ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বড় এক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যাবার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দান্তনপুর এলাকায় তার রেঞ্জ রোভার গাড়ি দুর্ঘটনার শিকার হয়।
ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, বৃষ্টির মধ্যে দাঁতনপুরে একটি ট্রাক হঠাৎ গাঙ্গুলির গাড়ি বহরের সামনে এসে পড়ে। তার গাড়ির চালক দ্রুত ব্রেক কষে প্রাথমিক বিপদ সামাল দেন। কিন্তু পেছনে থাকা গাড়িগুলো পরিস্থিতি সামাল দিতে পারেনি। ধাক্কা খেতে থাকে সৌরভ গাঙ্গুলির গাড়িতে।
তবে কনভয়ের দুটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। গাঙ্গুলিকে প্রায় ১০ মিনিট রাস্তায় অপেক্ষা করতে হয়, এরপর তিনি নির্ধারিত অনুষ্ঠানে অংশ নেন।এই ঘটনার পরও গাঙ্গুলি সম্পূর্ণ স্বাভাবিক থেকে তার কর্মসূচি চালিয়ে যান। তিনি শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।
একইসঙ্গে তিনি এদিন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘লক্ষ্য যেন বড় হয়, কখনই চটজলদি সাফল্যে মনোনিবেশ করা উচিত নয়। আর বড় লক্ষ্যের সঙ্গে সঙ্গে নিজেকে কঠিন প্রাকটিসে নিযুক্ত করাও জরুরি।’
উল্লেখ্য, সৌরভ গাঙ্গুলি বর্তমানে নারীদের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ২০২৪ সালের অক্টোবর মাসে তিনি জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ পান। এই পদে তিনি দিল্লি ক্যাপিটালস নারী দলের কার্যক্রমসহ সব ক্রিকেট কার্যক্রম দেখভাল করছেন।
শান্ত স্বভাব ও নেতৃত্বগুণের জন্য পরিচিত গাঙ্গুলি এ ঘটনাকেও স্বাভাবিকভাবেই সামাল দেন এবং তার পেশাদার দায়িত্ব পালন করেন।
ক্রিকেট প্রশাসনের অভিজ্ঞতা ছাড়াও সৌরভ গাঙ্গুলি বর্তমানে নারীদের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
২০২৪ সালের অক্টোবর মাসে তিনি জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ পান। এই পদে তিনি দিল্লি ক্যাপিটালস নারী দলের কার্যক্রমসহ সব ক্রিকেট কার্যক্রম দেখভাল করছেন।
তিনি শুধু একজন খেলোয়ারই নন, একজন বিখ্যাত অধিনায়কও ছিলেন। তিনি তার ক্রিকেট জীবনে সর্বমোট ৩১১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ
সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতকে ১৪৬টি একদিনের আন্তজার্তিক ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন যার মধ্যে ভারত জিতেছিল ৭৬ টি ম্যাচে। তিনি ভারতের একজন মিডিয়াম পেসার বোলারও ছিলেন। তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি এবং টেস্টে ৩২টি উইকেট দখল করেন। এছাড়া তিনি একদিনের আন্তর্জাতিকে ১০০টি ও টেস্টে ৭১টি ক্যাচ নিয়েছেন।