বিয়ের এক বছরের মাথায় সুখবর দিলেন জিনাত সানু স্বাগতা। মা হতে চলেছেন এই অভিনেত্রী-সংগীতশিল্পী। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ফেসবুকে স্বামী হাসান আজাদের সঙ্গে বেবি বাম্পের কিছু ছবি পোস্ট করে মা হওয়ার খবর নিশ্চিত করেছেন এই তারকা। সেখানে তার অনুরাগীরা শুভেচ্ছায় সিক্ত করছেন স্বাগতাকে।
এর আগে গত জানুয়ারিতে জিনাত সানু স্বাগতা ও হাসান আজাদের বিয়ের এক বছর পূর্ণ হয়। তখন রাজধানীর একটি কনভেনশন হলে বসেছিল তাদের বিবাহবার্ষিকীর আয়োজন। সেখানেই জানা আলোচনায় আসে স্বাগতার মা হওয়ার খবর।
অনুষ্ঠানে উপস্থিত একাধিক অতিথি জানান, স্বাগতা সন্তানসম্ভবা। শিগগিরই মা-বাবা হতে চলেছে এই নবদম্পতি। অবশেষে নিজেই বেবি বাম্পের ছবি দিয়ে বিষয়টি নিশ্চিত করলেন তিনি।
গণমাধ্যমে স্বাগতা বলেন, “এক বছর আগে প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। যেহেতু আমাদের দুজনেরই বয়স হয়েছে, আমাদের একটা বাবু চাই। তবে খুশির সঙ্গে আমরা কিছুটা চিন্তিতও বটে। সৃষ্টিকর্তা যেন সবকিছু ঠিক করেন দেন।”
প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন এই দম্পতি। তিনি ফেসবুকে বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন। এসব ছবি সেখানেই তোলা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বাগতা জানিয়েছেন, বিয়ের আগে হাসানের সঙ্গে ১ বছর লিভ টুগেদারে ছিলেন তিনি। সেখান থেকেই দু’জনে সিদ্ধান্ত নেন বিয়ের।
স্বাগতা বলেন ‘আমি আর হাসান এক বছর লিভ টা গদার কারছি। তারপর দু’জন দু’জনাকে পার্টনার হিাসাবে পছন্দ করেছি।টুগেদারের সিদ্ধান্তে পরিবারের কোনো সমস্যা ছিল না। তিনি বলেন, ‘আমরা যখন লিভ টুগেদার করেছি, আমাদের দু’জনের পরিবারের-পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না। এমনকি আমার ভাই-বোনও বলেছে, কেউ যুক্তরাজ্যে থেকে আসলো, তুমি বিয়ে করে ফেললা, এরপর জীবনটা শেষ হয়ে গেল,এর চেয়ে ভালো একসঙ্গে থেকে দেখো, সারাজীবন থাকতে পারবে নাকি। তারপর সিদ্ধান্ত নিও।’
স্বাগতার স্বামী একজন লন্ডন প্রবাসী। তার জন্ম , পড়াশোনা সবই যুক্তরাজ্যে। সংগীত জগতের সঙ্গে জড়িত তিনি। ড. হাসান একাধারে গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।
এর আগে দীর্ঘ ৭ বছর প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেন স্বাগতা। ছয় বছর সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর বিচ্ছেদ হয় তাদের।