জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৩তম ব্যাচের শিক্ষার্থীরা তাদের একাদশ বর্ষপূর্তি উৎসব বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে। শুক্রবার (২ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও বর্ণিল নানা আয়োজনে দিবসটি পালন করেছে ৪৩তম আবর্তনের প্রায় চার শতাধিক শিক্ষার্থী।
শুক্রবার বিকেল পাঁচটায় কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল আহসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রাশিদুল আলম। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে বন্ধন ও সম্প্রীতি বজায় রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজনের মূল আকর্ষণ
আয়োজনে মূল আকর্ষণ ছিল বন্ধুত্বপূর্ণ খেলা, স্মৃতিচারণমূলক আলোচনা, আড্ডা, ৪৩টি প্রদীপ প্রজ্বালন, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। পুরো আয়োজনজুড়ে ছিল প্রাণবন্ত অংশগ্রহণ ও মিলনমেলা।
শিক্ষার্থীদের অভিলাষ
বর্ষপূর্তি উৎসব সম্পর্কে বলতে গিয়ে ব্যাচের র্যাগ কিং ও বাংলা বিভাগের শিক্ষার্থী শফি কামাল বিপ্লব বলেন, “আজ আমাদের ব্যাচের ১১ বছর পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ের স্মৃতিময় পথচলায় ছিল বন্ধুত্ব, শেখা, হাসি-কান্না আর অসংখ্য অমূল্য মুহূর্ত। আমরা গর্বিত এমন একটি বন্ধনের অংশ হতে পেরে, যা সময়ের পরীক্ষায় আজও অটুট। ভবিষ্যতেও এই সম্পর্ক আরও দৃঢ় হোক—এই আমাদের কামনা।”
ইতিহাস বিভাগের রায়হান হোসাইন মিল্টন বলেন, “আমাদের ৪৩তম ব্যাচের ১১তম বর্ষপূর্তি উৎসব উদযাপনের মাধ্যমে বহুদিন পর প্রিয় বন্ধুদের এক মিলনমেলা তৈরি হয়েছে। আশা করি, আগামী বছর সকলের অংশগ্রহণে একযুগ পূর্তি উৎসব মহাসমারোহে আয়োজন করা হবে।”
ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের কে. এম. রিয়াদ বলেন, “৪৩-এর এগারো বছর পূর্তি উপলক্ষে আজকের আয়োজন এক কথায় ছিল অতুলনীয়। অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লেগেছে। অসাধারণ একটি দিন কেটেছে।”
আয়োজকদের স্বার্থকতা
রসায়ন বিভাগের মো. ইমরান হোসাইন বলেন, “আমাদের ৪৩তম ব্যাচের বন্ধু-বান্ধবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ষপূর্তি অনুষ্ঠানটি সফল হয়েছে। ব্যাচের সকল বন্ধু-বান্ধবীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। আগামী বছর আমরা এক যুগ পূর্তি অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করতে পারব বলে আশা করছি।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী বছর ৪৩তম ব্যাচের এক যুগ পূর্তি উপলক্ষে আরও বড় পরিসরে পুনর্মিলনী আয়োজন করা হবে।