সদাচরণ, শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি এবং পরীক্ষায় উৎকৃষ্ট ফলাফলের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী পেয়েছেন ‘মো. নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি’। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির চেক তুলে দেওয়া হয় সোমবার (১২ মে) সন্ধ্যায় অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ। স্বাগত বক্তব্য দেন চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাহজাহান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, প্রয়াত মো. নুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন এবং কর্মচারী হিসেবে না থাকলেও কর্মচারী সংগঠনের নেতৃত্বে ছিলেন সক্রিয়। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় পরিবারে রাজনীতির কারণে যে বিভাজন সৃষ্টি হয়েছে, তা দূর করতে হবে। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি।”
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা:
-
মো. মেহেদী হাসান (বাংলা)
-
আরিফুল ইসলাম রিমন (ইংরেজি)
-
মো. উদয় ভূঁইয়া (ম্যানেজমেন্ট)
-
মো. সিয়াম আফ্রিদি (একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস)
-
মো. কলিম উল্লাহ (ফিন্যান্স)
-
সুমাইয়া রহমান (অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ)
-
রুমানা আলম নিশি (অর্থনীতি)
-
ইফফাত জেরিন পারিসা (আন্তর্জাতিক সম্পর্ক)
-
আফরিন জাহান পায়েল (লোক প্রশাসন)
-
আফসানা মীম (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)
বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রভাবশালী কর্মী নেতা হিসেবে পরিচিত প্রয়াত মো. নুরুল ইসলাম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি। তাঁর নামে প্রতিষ্ঠিত এই ট্রাস্ট ফান্ড শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, অধ্যবসায় ও দায়িত্ববোধকে উৎসাহিত করতে প্রতিবছর এই বৃত্তি প্রদান করে আসছে।