হিজরি বর্ষের রবিউস সানি মাসে রেকর্ডসংখ্যক মুসল্লি ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ সময় মোট ১ কোটি ১৭ লাখেরও বেশি মানুষ পবিত্র ওমরাহ সম্পন্ন করেন—যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ সংখ্যা।
পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় দেড় মিলিয়ন (১৫ লাখ) মুসল্লি পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে গেছেন।
মন্ত্রণালয়ের মতে, উন্নত ডিজিটাল ব্যবস্থা ও আধুনিক সেবার কারণেই এই বিশাল সংখ্যক মুসল্লির যাত্রা নির্বিঘ্ন হয়েছে। আধুনিক সেবায় অনলাইন ভিসা, বুকিং ও লজিস্টিক সহায়তার ফলে এখন বিদেশি মুসল্লিরা সহজে নিবন্ধন ও যাত্রা সম্পন্ন করতে পারছেন।
সৌদি সরকারের ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে ওমরাহ ব্যবস্থাকে আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হচ্ছে।
এর লক্ষ্য বিশ্বের মুসলমানদের জন্য দুই পবিত্র মসজিদে যাত্রা আরও সহজ করা এবং তাদের আধ্যাত্মিক অভিজ্ঞতাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা।
গত কয়েক বছরে ওমরাহ ও হজ ব্যবস্থাপনায় সৌদি সরকার বিপুল বিনিয়োগ করেছে। বিশেষ করে ডিজিটাল ভিসা, অনলাইন নিবন্ধন, স্মার্ট ট্রান্সপোর্ট ও নতুন অবকাঠামো উন্নয়নের ফলে ওমরাহ যাত্রায় আগের তুলনায় অংশগ্রহণ বেড়েছে কয়েকগুণ।
এমএ





