৯ বছর পর ফের মুক্তি, বক্স অফিসে ঝড় তুলছে যে সিনেমা

New-Project-89.jpg
নিজস্ব প্রতিবেদক

বড়পর্দায় মুক্তির পর সেভাবে সফলতা পায়নি। তবে টিভির পর্দায় আসার পর দর্শক মহলে ব্যাপক ঝড় তুলেছে যে সিনেমা, তার নাম ‘সানাম তেরি কাসাম’। রোমান্টিক-ড্রামা জনরার সিনেমাটি ৯ বছর পেরিয়েও প্রানবন্ত দর্শকহৃদয়ে। তাই নতুন করে আবারও মুক্তি দেওয়া হলো সিনেমাহলে।আর এবার বক্স অফিসেও পেল কাঙ্খিত সফলতা।

 

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসেই বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‘সানাম তেরি কাসাম’। পরিচালনার করেছিলেন সালমান খানের ‘লাকি’সিনেমার পরিচালক রাধিকা রাও এবং বিনয় সাপরু। বলিউডের তৎকালীন এই নতুন জুটি বক্স অফিসে ম্যাজিক দেখাতে পারেনি।কিন্তু যত দিন গেছে, সিনেমাটি ধীরে ধীরে মন জয় করে নিয়েছে দর্শকের। হর্ষবর্ধন- মাওরার জুটিও দর্শকমনে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে অদ্ভুতভাবে।

 

সম্প্রতি এই সিনেমা ফের একবার মুক্তি পেয়েছে বড়পর্দায়।আর মুক্তি পাওয়ামাত্রই ম্যাজিক! মাত্র চার দিনে এটির আয় ছাড়িয়ে গেছে এর আগের লাইফটাইম আয়কেও। তিন দিনে সিনেমাটি আয় করেছে ১৮.৫ কোটি টাকা। অথচ ৯ বছর আগে মুক্তির পর সিনেমার মোট আয় ছিল মাত্র ৯ কোটি টাকা!

 

এদিকে, সিনেমাটির দ্বিতীয় ইনিংসের সাফল্যে হর্ষবর্ধনকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা জন আব্রাহামও। ইনস্টাগ্রাম স্টোরিতে সিনেমার পোস্টারের ছবির সঙ্গে জন লেখেন, ‘শেষমেশ তোমার পাওনাটা তুমি পেলে হর্ষবর্ধন।’

দীপক মুকুটের প্রযোজনায় বলিউডের এই রোমান্টিক-ড্রামা সিনেমাতে তেলুগু ফিল্মস্টার হর্ষবর্ধন রানের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল পাক মডেল-অভিনেত্রী মাওরা হোকেনকে।

 

Leave a Reply

scroll to top