৯ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলো বাংলাদেশ

New-Project-96.jpg
নিজস্ব প্রতিবেদক

সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করার যে তাড়না ও স্বপ্নের কথা বলেছিলেন নিগার সুলতানা,সেটির প্রতিফলন ধরা পড়ল না দলের পারফরম্যান্সে। ব্যাটিংয়ে করলেন হতশ্রী পারফরম্যান্স,বোলিংয়েও দেখা গেল না চিরচেনা বাংলাদেশকে । সিরিজ শুরুর লড়াইয়ে স্রেফ অসহায় বাঘীনির মতো আত্মসমপর্ণ করলেন বাংলাদেশ দল।

আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ওয়েস্ট ইন্ডিজের অবস্থান শেষ থেকে দুইয়ে। সরাসরি বিশ্বকাপ খেলার আশাও তাদের শেষ আগেই। কিন্তু শক্তি-সামর্থ্যে বাংলাদেশের সঙ্গে পার্থক্যটা তারা বুঝিয়ে দিল ভালোভাবেই।জয় দিয়ে ক্যারিবিয়ানরা শুরু করল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

বাংলাদেশ সময় সোমবার ভোরে শেষ হওয়া ম্যাচে বাংলাদেশকে স্রেফ ১৯৮ রানে আটকে রেখে ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় ১১০ বল বাকি রেখেই।

ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে ক্যারিবিয়ানদের সামনে থেকে নেতৃত্ব দেন হেইলি ম্যাথিউস। অফ স্পিনে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেওয়ার পর ব্যাটের জোর দেখান তিনি। ১৬ চারে ৯৩ বলে ১০৪ রান করে অপরাজিত রয়ে যান তিনি।

স্টেফানি টেইলরকে ফেচনে ফেলেন ক্যারিবিয়ানদের সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড এখন ম্যাথিউসের। ৮৫ ইনিংসেই ৮ সেঞ্চুরি হয়ে গেল তার। চোটের কারণে এই সিরিজে না থাকা টেইলের ৭ সেঞ্চুরি এসেছে ১৫৪ ইনিংসে।

সেন্ট কিটসে দিন-রাতের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ব্যাটিং উইকেটের ফায়দা নিতে পারেনি। দলের প্রথম ছয় ব্যাটার দুই অঙ্ক ছুঁলেও ফিফটি করতে পারেননি কেউ। অর্ধশত রানের জুটি ছিল স্রেফ একটি।

সাধারণ লম্বা ইনিংস খেলেন যিনি এবং যাকে ঘিরে আবর্তিত হয় দলের ব্যাটিং, সেই ফারজানা হক বিদায় নেন সবার আগে (২২ বলে ১০)।

মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা অবশ্য ভালো খেলে দলকে এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু দুজনের কেউ বড় করতে পারেননি ইনিংস। সম্ভাবনাময় জুটিও তাই বড় হয়নি।

এই দুজনকেই ফেরান ম্যাথিউস। মুর্শিদাকে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসতে দেখেই বলের লেংথ টেনে দেন ক্যারিবিয়ান অধিনায়ক। বাংলাদেশের ওপেনার তেড়েফুঁড়ে মেরে আুট হস সহজ ক্যাচ দিয়ে। ৫ চারে ৪০ রান করেন তিনি ৫৩ বলে।

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দ্বিতীয় অধ্যায়ে নতুনভাবে ফেরা শারমিন ফর্মের ধারা ধরে রেখেই ইনিংস গড়তে থাকেন। কিন্তু ৪২ রানে তিনি বিদায় নেন ম্যাথিউসকে সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে।

এই দুই উইকেটের মাঝেই আরেকটি বড় ধাক্কা খায় বাংলাদেশ। অ্যাফি ফ্লেচারের ঝুলিয়ে দেওয়া বল তীক্ষ্নভাবে টার্ন করে ঢোকে ভেতরে, দৃষ্টিকটূভাবে জায়গায় দাঁড়িয়ে খেলে বোল্ড হন নিগার সুলতানা। ৪৪ বল খেলে কেবল ১৪ রান করতে পারেন বাংলাদেশ অধিনায়ক।

স্বর্ণা আক্তার ও সোবহানা মোস্তারি এরপর দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। প্রায় ১২ ওভার খেলে ৫৪ রান যোগ করেন দুজন। কিন্তু শেষ পাঁচ ওভারে যখন ঝড় তোলার পালা, তখন বিদায় নেন দুজনই।

দুই চার ও এক ছক্কায় ৫০ বলে ৩৫ রান করেন সোবহানা। ১৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তার সর্বোচ্চ স্কোর এটি। স্বর্ণা স্পর্শ করেন তার সর্বোচ্চ ২৯ রান (৩৮ বলে)।

পরের ব্যাটাররা পারেননি ভালো কিছু করতে। শেষ ৫ ওভারে ৫ উইকেট হারিয়ে কেবল ২১ রান করতে পারে বাংলাদেশ।

দুইশর কম লক্ষ্য দিয়ে ক্যারিবিয়ানদের আটকে রাখা কঠিন। হেইলি ম্যাথিউস ও কিয়ানা জোসেফ সেটি বুঝিয়ে দেন দারুণ পেশাদারিত্বে। দুই ওপেনারের ব্যাটেই প্রায় জিতে যায় তারা।

নতুন বলে মারুফা আক্তার ভালো বোলিং করেন বটে। তার প্রথম পাঁচ ওভারে রান আসে ১১। কিন্তু আরেক প্রান্তে অফ স্পিনার সুলতানা খাতুন সুবিধা করতে পারেননি। অভিষিক্ত বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা বোলিংয়ে এসে ছিলেন আরও খরুচে।

মুলত এক জনের উপর নির্ভর করার জন্যই বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্স। ফারজানা হক ভালো করলে ভালো করে বাংলাদেশ দল। এখানেই ঘাটতি লক্ষ্য করা করা যায় দলগত পারফরম্যান্সে।

ম্যাথিউস ও জোসেফ শুরুতে একটু সময় নেন। পরে ম্যাথিউস স্বভাবজাত স্ট্রোকের জোয়ারে দ্রুত বাড়াতে থাকেন রান।

৫ ওভার শেষে ম্যাথিউসের রান ছিল ২১ বলে ১৪। সেখান থেকে ফিফটি করে ফেলেন তিনি কেবল ৪৪ বলেই।

ওই সময় জোসেফের রান ২৮ বলে ১৩। পরে তিনিও দারুণ খেলে ফিফটি করে ফেলেন ৬৫ বলে।

৬ চার ও ৪ ছক্কায় ৭৯ বলে ৭০ রান করে আউট হন জোসেফ। উদ্বোধনী জুটিতে আসে ১৫৩ বলে ১৬৩ রান।

বাংলাদেশের বিপক্ষে যে কোনো উইকেটে দ্বিতীয় সেরা জুটি এটি।

এরপর বাকি পথটুকু অনায়াসেই পাড়ি দেন ক্যারিবিয়ানরা। ৯২ বলে সেঞ্চুরি স্পর্শ করেন ম্যাথিউস। ওই ওভারেই বাউন্ডারিতে শেষ করে দেন ম্যাচ।

সিরিজের দ্বিতীয় ম্যাচ একই মাঠে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১২টায়।

সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে পরের দুই ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে। সুযোগ থাকবে একটি ম্যাচ জিতলেও।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ১৯৮/৯ (ফারজানা ১০, মুর্শিদা ৪০, শারমিন ৪২, নিগার ১৪, সোবহানা ৩৫, স্বর্ণা ২৯, রাবেয়া ১, নাহিদা ৯, সুলতানা ২, মারুফা ৫*; ডটিন ১০-০-৪০-৩, ফ্রেজার ৫-০-১৬-০, গ্লাসগো ২-০-৯-০, অ্যালেইন ৫-০-২২-২, ফ্লেচার ১০-১-৩২-১, ম্যাথিউস ১০-০-৪১-২, রামহারাক ৮-১-৩৭-০)।

ওয়েস্ট ইন্ডিজ: ৩১.৪ ওভারে ২০১/১ (ম্যাথিউস ১০৪*, জোসেফ ৭০, ক্যাম্পবেল ১৪*; মারুফা ৬-১-২০-০, সুলতানা ৪-০-২৯-০, মেঘলা ৩-০-৩৩-০, নাহিদা ৭-০-৪২-০, রাবেয়া ৭.৪-০-৩৮-১, স্বর্ণা ২-০-১৮-০, সোবহানা ২-০-১৭-০)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী।

সিরিজ: তিন ম্যাচ সিরিজ ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে।

প্লেয়ার অব দা ম্যাচ: হেইলি ম্যাথিউস।

Leave a Reply

scroll to top