৫ম বাংলাদেশী হিসেবে হিমালয়ের আমা দাবলাম পর্বত জয় করলেন তানভীর

New-Project-33.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

পঞ্চম বাংলাদেশি হিসেবে পৃথিবীর অন্যতম বিপজ্জনক পর্বতশৃঙ্গ হিমালয়ের মাউন্ট আমা দাবলাম জয় করলেন বাংলাদেশি পর্বতারোহী তানভীর আহমেদ শাওন।

শনিবার (২ নভেম্ববর) নেপালের স্থানীয় সময় বেলা ১১টায় ৬৮১২ মিটার উচ্চতার আমা দাবলাম স্পর্শ করেন তানভীর। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে তানভীরের ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স।

এর আগে ২০২২ সালে সর্বপ্রথম এই পর্বত সামিট করেন মাউন্ট এভারেস্টজয়ী ডা. বাবর আলী। এরপর ২০২৩ সালে নিশাত মজুমদার এবং কাউসার রুপক। গত ২৫ অক্টোবর চতুর্থ বাংলাদেশি হিসেবে আমা দাবলাম সামিট করেছেন কুমিল্লার পর্বতারোহী তৌফিক তমাল।

Leave a Reply

scroll to top