৪৬তম বিসিএস প্রিলির ফল পুনরায় প্রকাশ

New-Project-4-10.jpg
নিজস্ব প্রতিবেদক

৪৬তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল আবার নতুন করে প্রকাশ করা হয়েছে। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন। আগের ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীর সঙ্গে নতুন করে লিখিত পরীক্ষার সুযোগ পেলেন ১০ হাজার ৭৫৯ জন প্রার্থী।

বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে এ ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংস্থার ওয়েবসাইটে প্রবেশ করে প্রার্থীরা এ ফল দেখতে পারবেন।

নতুন করে ফল প্রকাশের আগে গত ৯ মে প্রকাশিত ফলাফলে ১০ হাজার ৬৩৮ প্রার্থী উত্তীর্ণ হন। তখন সম্ভাব্য বৈষম্য দূর করতে আরও সমসংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে ফের ফল ঘোষণার সিদ্ধান্ত নেয় পিএসসি।

Leave a Reply

scroll to top