৪৩তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) থেকে বাদ পড়া চাকরিপ্রার্থীদের পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় নিয়ে সাময়িকভাবে ২২৭ জনকে বাদ দেয়া হয়েছে। পাশাপাশি তাদের বিষয়ে অধিকতর যাচাই-বাছাই ও খোঁজখবর নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া, স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় ৪০ জনকে অনুপযুক্ত বিবেচনা করা হয়। এই ২২৭ জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হবে।
এর আগে, গতকাল বুধবার ৪৩ তম বিসিএসে বাদ পড়া ব্যক্তিরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। এ সময় নিয়োগের দাবি জানান তারা।