৪২ বছরের প্রথা ভেঙে এক বছর আগেই আনুষ্ঠানিকভাবে ২০২৫-২৬ মৌসুমের অ্যাশেজ সিরিজের সূচি প্রকাশ করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
আগামী বছরের ২১-২৫ নভেম্বর পার্থের অপ্টাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দিন-রাতের দ্বিতীয় টেস্টটি হবে ব্রিসবেনের গাব্বায়, ৪-৮ ডিসেম্বর। অ্যাডিলেডে হবে তৃতীয় টেস্ট, ১৭-২১ ডিসেম্বর। ২৬-৩০ ডিসেম্বর বরাবরের মতো মেলবোর্নেই হবে বক্সিং ডে টেস্ট। ৪ জানুয়ারি সিডনীতে পঞ্চম তথা শেষ টেস্ট দিয়ে শেষ হবে মর্যাদার এই লড়াই।
সিরিজের পাঁচটি ম্যাচই খেলা হবে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের আওতায়। সবশেষ ২০২৩ সালে ইংল্যান্ডের মাটিতে ড্র করায় অ্যাশেজ এখন তাদের অধীনে। টানটান উত্তেজনাপূর্ণ সিরিজটি ড্র হয়েছিল ২-২ ম্যাচে।
সংবাদ ভিউ: ২৪