ময়মনসিংহে ৫ সদস্য বিশিষ্ট জেলা আইনজীবী ফোরামের আহবায়ক কমিটি গঠনের টানা ৩ বছর পর সাংগঠনিক মতবিনিময় সভা করেছে সংগঠনটি। এ সময় নতুন করে আহবায়ক কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠনের পক্ষে মত দেন আইনজীবীরা।
বুধবার (২৩ এপ্রিল) বিকালে জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের ৪ তলার পাঠাগার কক্ষে এই মতবিনিময় সভা অনিুষ্ঠিত হয়।
এর আগে ২০২২ সালের জানুয়ারি মাসে ৫ সদস্য বিশিষ্ট জেলা আইনজীবী ফোরামের আহবায়ক কমিটি গঠিত হয়। কিন্তু ৫ সদস্যের এই কমিটি দুইটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ায় দীর্ঘ ৩ বছরেও এক টেবিলে বসে সাংগঠনিক কোন ধরনের সভা করতে পারেনি। ফলে ৩ বছরেও পূর্নাঙ্গ কমিটি করতে না পারায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই সাংগঠনিক মতবিনিময় সভা করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। এ সময় জেলা আইনজীবী ফোরামের আহবায়ক প্রফেসর অ্যাডভোকে এম.এ বারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্নার সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি খোরশেদ মিয়া আলম।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহসভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন ফকির, আব্দুল লতিফ তরফদার, অ্যাডভোকেট নূরুল হক, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল প্রমূখ।
এতে জেলা আইনজীবী ফোরামের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।