৩৩৪ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করলো বিটিআরসি

New-Project-29-3.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

মেয়াদ শেষ হওয়ায় এবং নবায়ন না করায় ৩৩৪টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি), কলসেন্টার ও আইপি টেলিফোন কোম্পানির লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক এম এ তালেব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কোম্পানির লাইসেন্স বাতিলের বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নবায়নের আবেদন না করায় এবং ইতোমধ্যে লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ ও সংশ্লিষ্ট গাইডলাইন্স এর বিধান অনুযায়ী বাতিলযোগ্য হওয়ায় কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ৩৩৪টি আইএসপি, কলসেন্টার ও আইপি টেলিফোন কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাতিলকৃত লাইসেন্স বা নিবন্ধন সনদ ব্যবহার করে যেকোনো কার্যকলাপকে অবৈধ এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী শাস্তিযোগ্য বলে বিবেচিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট কোম্পানিগুলিকে ৩০ দিনের মধ্যে বাতিলকৃত লাইসেন্স বা নিবন্ধন সনদ বিটিআরসিতে জমা দিতে এবং (যদি থাকে) সকল বকেয়া পাওনা পরিশোধ করার নির্দেশও দিয়েছে বিটিআরসি।

Leave a Reply

scroll to top