৩১ ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে: হাসনাত আব্দুল্লাহ

New-Project-59-2.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

আগামী ৩১ ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ওই দিন ৭২-এর ‘মুজিববাদী সংবিধানকে’ কবর দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলননের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

আজ রোববার রাজধানীর বাংলামোটরের জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ২৪ এর গনঅভ্যুত্থান ফলেই মানুষ ৭২ এর মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আগামী ৩১ ডিসেম্বর নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী ৭২ এর সংবিধানকে কবর দেওয়া হবে।

সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সংষ্কার কার্যক্রম শেষ হলে নির্বাচন হবে বলেও জানিয়েছেন হাসনাত।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এসময় সারজিস বলেন, জুলাই আন্দোলনের প্রেক্ষাপট বিগত ১৬ বছরের সকল মাত্রা অতিক্রম করেছে।

Leave a Reply

scroll to top