২৪টি ট্রেনের লিজ বাতিল

train-commuter-1731409004.jpg
নিজস্ব প্রতিবেদক

বেসরকারি খাতে দিয়ে পরিচালিত ২৪টি ট্রেনের লিজ বাতিল করেছে রেলপথ মন্ত্রণালয়।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান ইজারা বাতিলের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে সুনির্দিষ্ট কারণও ব্যাখ্যা করেনি রেলওয়ে।

রেলওয়ে সূত্র জানায়, বেসরকারিভাবে পরিচালিত ২৪ ট্রেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট সালাউদ্দিন রিপন ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বিভিন্ন কোম্পানি দ্বারা পরিচালিত হয়। এই কোম্পানিগুলো প্রাথমিকভাবে চার বছরের জন্য ট্রেন পরিচালনার চুক্তি পেয়েছিল। কিন্তু তারা গত এক দশকের বেশি সময় ধরে নতুন টেন্ডার ছাড়াই চুক্তির সময় বাড়িয়ে ট্রেন পরিচালনা করে আসছে।

Leave a Reply

scroll to top