মিরপুর টেস্টে বাংলদেশের দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের ৯৭ রানের সুবাদে সাউথ আফ্রিকাকে ১০৬ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২২ ওভারেই ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় এইডেন মারক্রামের দল। এই জয়ে সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়ে গেছে প্রোটিয়ারা।
হাতে তিন উইকেট নিয়ে চতুর্থ দিন শুরু করে স্বাগতিক বাংলাদেশ। দিনের শুরুতেই বাংলাদেশের বাকি থাকা তিন উইকেট তুলে নিতে সময় নেয়নি সাউথ আফ্রিকার বোলাররা। সবশেষ ১০৫ রানের লিড পায় স্বাগতিকরা।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক মনোভাব নিয়ে শুরু করেন দুই প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম ও টনি ডি জর্জি। ৪২ রানের সেই উদ্বোধনী জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম। ইনিংসের দশম ওভারের পঞ্চম বলটি ভালো লেংথে করেছিলেন তাইজুল। অফ স্টাম্পের বাইরে পড়ে বেশ খানিকটা টার্ন করে মার্করামের স্টাম্প উপড়ে দেয় বল। সাজঘরে ফেরার আগে ২৭ বলে ২০ রান করেছেন মার্করাম।
আরেক ওপেনার জর্জিকেও ফিরিয়েছেন তাইজুল। দুর্দান্ত ব্যাটিং করা এই তরুণ থেমেছেন ৪১ রানে। এরপর ডেভিড বেডিংহামও তাইজুলের ঘূর্নিতেই আটকে গেছেন। লিটনের হাতে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ১৩ বলে ১২ রান।
শেষ পর্যন্ত ক্রিস্টান স্টাবসের ৩০ রান এবং রাইয়ান রিকেলটনের অপরাজিত ৩ রানে ভর করে ৭ উইকেট এবং পুরো দেড় দিন বাকি থাকতেই জয় তুলে নেয় সাউথ আফ্রিকা।