দীর্ঘ এক যুগ খারাপ সময় কাটিয়ে ২০২৩ সালেই নতুন মেজাজে পর্দায় ফিরেছেন শাহরুখ খান। একে একে তিনটা ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। দখলে নেন নিজের সেই হারানো সাম্রাজ্য। এইবার শাহরুখ ভক্তদের জন্য এলো আরো একটি সুখবর। খান সাহেবের ক্যারিয়ারের অন্যতম একটি চলচ্চিত্র ম্যায় হু না সিনেমার দ্বিতীয় কিস্তি আসতে চলেছে।
২০০৪ সালের ম্যায় হু না সিনেমায় পরিচালক ফারহা খানের সঙ্গে প্রথমবার কাজ করেছিলেন শাহরুখ খান। প্রায় ২১ বছর পরে এবার আসছে সিনেমাটির দ্বিতীয় কিস্তি। পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুসারে, ম্যায় হু না সিনেমার সিক্যুয়াল তৈরি নিয়ে অনেকটাই উচ্ছ্বাসিত শাহরুখ খান। তিনি সিনেমাটির চিত্রনাট্য শেষ হওয়ার অপেক্ষায় আছেন।
২০২৫ সালের মাঝামাঝিতে প্রথম খসড়া শুনবেন, ঠিক তারপরেই অভিনয়ের সিদ্ধান্ত নিবেন বলেই ধারণা করা হচ্ছে। প্রথম কিস্তিতে সিনেমাটির বানিজ্যিক সাফল্য ছিল আকাশছোয়া। এরপরে একের পর এক ফারহার সঙ্গে বেশ কিছু কাজ করেছেন শাহরুখ।
আসে ওম শান্তি ওম, হ্যাপি নিউ ইয়ার। এখন শোনা যাচ্ছে, বহু বছর পর আবার ফারহা খান ফিরতে চলেছেন নতুন সিনেমা নিয়ে । তার কামব্যাক প্রোজেক্ট হবে ম্যায় হু না ২ সিনেমা। তবে এতে শাহরুখ খান থাকবেন কিনা সেই বিষয়ে এখনো কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।