১৯ রানে ৭ উইকেট নিয়ে বিপিএলে তাসকিনের রেকর্ড

New-Project-2025-01-02T013742.217.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রান খরচায় ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১ আসরের ইতিহাসে এটাই এখন সেরা স্পেল। পেছনে ফেলেছেন পাকিস্তানের মোহাম্মদ আমিরের ১৭ রানে ৬ উইকেট নেয়ার কীর্তিকে। নিজের দ্বিতীয় ফাইফারের দিনে তাসকিন বদলালেন ইতিহাস। সঙ্গে স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট শিকারীও এখন তাসকিন।

যদিও এই রেকর্ডে তিনি শীর্ষে আছেন যৌথভাবে। এর আগে মালয়েশিয়ার সাজরুল ইদ্রুস চীনের বিপক্ষে ৮ রানের খরচায় নিয়েছিলেন ৭ উইকেট। ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে লেস্টারের বোলার কলিন অ্যাকারম্যান বার্মিংহামের বিপক্ষে নিয়েছিলেন ১৮ রানের খরচায় ৭ উইকেট। এদের পাশে ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এক টি-টোয়েন্টি ইনিংসে ৭ উইকেট নেয়ার কীর্তি এখন বাংলাদেশের তাসকিন আহমেদের।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিপিএলের পঞ্চম ম্যাচে মিরপুরে টস জিতে ব্যাট করতে নামে ঢাকা। শুরুতেই জোড়া উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় তারা। তানজিদ হাসান তামিম ১০ বলে ৯ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান লিটন দাস। দুজনকেই আউট করেন পেসার তাসকিন আহমেদ। এরপর শুরুর এই ধাক্কা সামাল দেন শাহদাত দিপু ও বিদেশি রিক্রুট স্টিফেন এসকিনাজি। ৭৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এসকিনাজি ৪৬ রান করে আউট হলেও ফিফটি তুলে নেন দিপু।

তবে দলীয় ১২৯ রানে ৪১ বলে ৫০ রান করে আউট হন দিপু। তাকে আউট করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন তাসকিন।  এরপর অধিনায়ক থিসারা পেরেরা ওশুভাম রঞ্জানে আগ্রাসী ব্যাটিং করেন। শেষ দিকে থিসারা পেরেরা ৯ বলে ২১ রানের ইনিংস খেলেন। ঢাকার অধিনায়ক দুটি ছক্কা ও একটি চারের শট মারেন। শুভাম রঞ্জানে খেলেন ১৩ বলে ২৪ রানের ইনিংস। এছাড়া আলাউদ্দিন বাবু ১৩ রান যোগ করেন। তাসকিনের আগুনে বোলিংয়ের সত্ত্বেও ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানে থামে ঢাকা ক্যাপিটালস।

Leave a Reply

scroll to top