তৃতীয় দিনের শুরুতেই চার উইকেট হারিয়ে খাদের কিনারায় ছিল বাংলাদেশ। ধ্বংসস্তূপের উপর দাড়িয়ে দলকে একাই টেনে নিয়ে যাচ্ছিলেন মুমিনুল হক। তাকে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন তাইজুল ইসলাম। তবে সেটি আর বেশিক্ষণ সম্ভব হয়নি। শেষমেশ ১৫৯ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। সাউথ আফ্রিকা ফলো-অন করানোয় দ্বিতীয় ইনিংসে এখন আবার ব্যাটিংয়ে নামতে হবে বাংলাদেশকে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের যা সর্বনাশ হওয়ার হয়েছিল দ্বিতীয় দিন বিকেলেই। প্রথম ইনিংসে ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন শান্তরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের সকালে তো ধৈর্যের পরীক্ষা দিতেই ব্যর্থ বাংলাদেশ। ৮ উইকেটে ১৩৭ রান করে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ।
লাঞ্চ বিরতির পর বেশিক্ষণ টিকতে পারল না বাংলাদেশ। ব্যক্তিগত ৮২ রান করে মুুমিনুল আউট হলে ভাঙে ১০৩ রানের জুটি। তাইজুলকে আউট করে বাংলাদেশের কফিনে শেষ পেরেক মারেন কেশভ মাহারাজ। মুমিনুল-তাইজুল ছাড়া দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন শুধু মাহমুদুল, তিনি করেছেন ১০ রান।
প্রোটিয়াদের হয়ে ৫ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। দুটি করে উইকেট নিয়েছেন পিটারসন ও মাহারাজ। মুতুসামি নিয়েছেন একটি।