১১ দিনের সরকারি সফরে দেশ ছেড়েছেন সেনাপ্রধান, গন্তব্য যুক্তরাষ্ট্র-কানাডা

সেনাপ্রধান.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

১১ দিনের সরকারি সফরে আজ দেশ ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এই সময়কালে যুক্তরাষ্ট্র ও কানাডা সফর করবেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সফরকালে সেনাপ্রধান জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন সেনাপ্রধান।

বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়,  সেনাবাহীনির ক্ষমতা বাড়ানো, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ  এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন তিনি।

সফর শেষে আগামী ২৫ অক্টোবর দেশে ফিরবেন জেনারেল ওয়াকার।

Leave a Reply

scroll to top