হাফেজা আসমা খাতুনের মৃত্যুতে জামায়াত আমীরের শোক প্রকাশ

New-Project-42-2.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি, জাতীয় সংসদের সাবেক সদস্য হাফেজা আসমা খাতুন। ২০ জানুয়ারি রাত পৌণে ৩টায় ৯০ বছর বয়সে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

হাফেজা আসমা খাতুন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি, জাতীয় সংসদের সাবেক সদস্য, মহীয়সী নারী, পরম শ্রদ্ধেয়া হাফেজা আসমা খাতুন মহান মাওলার উদ্দেশে তাঁর দুনিয়ার সফর শেষ করে পরকালীন সফর শুরু করছেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে এ পবিত্র জিম্মাদারি আঞ্জাম দিয়েছেন। বাংলাদেশের প্রায় প্রতিটি জনপদে দ্বীনের একজন দাঈ হিসেবে তাঁর বিরামহীন পথচলা এদেশের নারী সমাজকে মহান আল্লাহর দ্বীনের ব্যাপারে উদ্বুদ্ধ করেছে এবং তাদেরকে দ্বীন-ইসলাম জানা ও মানার ব্যাপারে আগ্রহ সৃষ্টি করেছে। সর্বোপরি ইসলামী আন্দোলনের ব্যাপারে তাদের অন্তরকে আকৃষ্ট করেছে। তাঁর কাজ, তাঁর দাওয়াহ যুগ-যুগ ধরে নারী সমাজকে আল্লাহ তাআলার দ্বীনের দিকে আকৃষ্ট করতে থাকবে।

তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাঁর মানবিক ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করুন। তাঁর উপর রহম করুন, তাঁর এই নতুন সফরে তাঁর রহমতের ফিরিশতা দিয়ে সাহায্য করুন। তাঁর খেদমতগুলোকে কবুল করে এর উপর পরিপূর্ণ বারাকাহ দান করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন।

Leave a Reply

scroll to top