হাতে ‘এস’ লিখার কারণ জানালেন পরীমণি

New-Project-1-2.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

সাম্প্রতিক সময়ে গায়ক শেখ সাদীর সঙ্গে ঢাকাই সিনেমার সর্বাধিক জনপ্রিয় নায়িকা পরীমনির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শোবিজাঙ্গনে। গত কয়েকমাসে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন দুজন। ভক্ত নেটিজেনদের দাবি, প্রেম করছেন দুজন। যদিও পরী ও সাদী বার বার অস্বীকার করে এসেছেন এমন দাবি। তবে ঈদে নতুন করে আবারও বাতাস লেগেছে সেই গুঞ্জনে।

এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পরেছেন অভিনেত্রী। ঈদের দিন সোমবার (৩১ মার্চ) রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি ছবি আপলোড করেন পরী। ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর হাতে ক্যানোলা। অসুস্থ হলেও ঈদের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করতে হাতে পরেছেন মেহেদী।

 তার মেহেদী হাতের সেই ছবি দেখে নেটিজেনরা মেলাচ্ছেন অন্য হিসাব। পরীর শেয়ার করা ছবিতে দেখা যায়, নায়িকার মেহেদি রাঙা হাতে ‘এস’ শব্দটি লেখা রয়েছে। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মোবারক পরী! নিশ্চয়ই জীবনের উত্তম সময়ের জন্যে ধৈর্য্য ধরাটা জরুরি। আল্লাহ ভরসা।’ 

 

এদিকে ছবিটিকে ঘিরে দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন নেটিজেনরা। এ নিয়ে বেশ রমরমা শিরোনামে খবর ছাপা হয়েছে বেশ কয়েকটি গণমাধ্যমে। আর তাতেই চটেছেন অভিনেত্রী। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এক পোস্টে এই বিষয়ে নিজের বিরক্তি প্রকাশ করেছেন তিনি।

পরীমণি লিখেছেন, জীবনে ফকির মকিররা যত ব্র্যান্ডিং পাইলো জীবনে পরীর জন্যে! কিছু সংবাদ এর হেডলাইন এ এই বা* আআল ছাআআল দের এমন করে আমার ঘাড়ে উঠায়ে দেয় যেন দেশে আর কোন গুরুত্বপূর্ণ খবর নাই! ঈদের সিনেমা গুলা রমরমা চলতেছে ওই গুলা নিয়া লিখেন। আমার হাতে s আমি ছোট কাল থেকেই লিখি। ব ল দ গুলা।

 

পরীমনির জন্ম হয়েছিল নড়াইলে। চলচ্চিত্র জগতে তিনি পরীমনি নামে পরিচিত হলেও তার জন্মনাম শামসুন্নাহার স্মৃতি। অভিনয় জগতে এসে স্মৃতি হয়ে যান পরীমনি। তবে নিজের আসল নাম নিশ্চই ভুলে যান নি। আর সেই কারণেই হাতে ‘এস’ লিখেছেন পারত পক্ষে সেই কথাই স্পষ্ট করেছেন অভিনেত্রী।

 

Leave a Reply

scroll to top