রাজধানীর হাজারীবাগ বাজারের একটি ট্যানারি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে আগুনের সূত্রপাতের খবর আসে।
ওই খবরে ঘটনাস্থলে ২টি ইউনিট পাঠানো হয়েছে। আরও চারটি ইউনিট পথে আছে।
প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।