হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে ১২ ইউনিট, উদ্ধার সহায়তায় সেনাবাহিনী ও বিজিবি

New-Project-66.jpg
নিজস্ব প্রতিবেদক

হাজারীবাগে ট্যানারি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। এছাড়া উদ্ধার সহায়তায় সেনাবাহিনী ও ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। সাত তলা ভবনের পাঁচ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ভবনের ভেতর কেউ আটকে থাকার তথ্য পাওয়া যায়নি।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আগুনের ঘটনায় উদ্ধার কাজে সহায়তা করতে এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে ।

Leave a Reply

scroll to top